Background Image

একাডেমি সম্পর্কে

 • আমাদের ভিশন

  সম্পূর্ণ নতুন আঙ্গিকে, অত্যন্ত সুন্দর ও চমৎকার একটি পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন ভাষায় সর্বাধুনিক মিডিয়া ও তথ্যপ্রযুক্তির সাহায্যে হজ্ব ও ওমরাহ্ আদায়কারীদের ২৪ ঘন্টা সেবাদানের মাধ্যমে হজ্বসেবা কর্মসূচীর উন্নতি সাধনে বিশেষ অবদান রাখা

   

  আমাদের মিশন

  অভিজ্ঞ দা‘য়ীদের মাধ্যমে বিভিন্ন ভাষা, নিত্য নতুন পদ্ধতি ও আধুনিক মিডিয়ার সাহায্যে হজ্ব, ওমরাহ ও যিয়ারতের বিধি-বিধানসমূহ জানতে আগ্রহী  মুসলিম উম্মাহর সর্বোচ্চ সংখ্যক জনগোষ্টীর কাছে পৌঁছতে আমাদের এ প্রয়াস।  

   

  আমাদের লক্ষ্য-উদ্দেশ্য

  - ইসলামের পাঁচটি স্তম্ভের ব্যাখ্যা, বিশেষভাবে পঞ্চম স্তম্ভের উপর জোর প্রদান।

  - হজ্ব ও ওমরাহ্’র বিধানসমূহ এবং এতদসংক্রান্ত জ্ঞানের ব্যাপক প্রচার-প্রসার।

  - পবিত্র ভূমির মান- মর্যাদা সংরক্ষণ।

  - সকল ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বনের মানসিকতা তৈরি করা।

  - হজ্বকে সহজীকরণের বিধান প্রতিষ্ঠাকরণ।

  - দেশীয় আইন-কানুনের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি জোরদার করা।

  - হজ্ব ও ওমরাহর বিধান বর্ণনার ক্ষেত্রে প্রযুক্তির যথাযথ ব্যবহার।